ধর্মনগর থেকে সাব্রুম: রাস্তায় রাস্তায় চলছে চাঁদাবাজি, ডিজিপির কাছে ডেপুটেশন মজদুর মনিটরিং সেলের
নিউজ ডেস্ক || রাজ্যে চাঁদাবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও থামছে না জুলুমবাজি। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন ক্লাব ও শ্রমিক সংগঠনের নামে বিশ্বকর্মা এবং দুর্গা পুজোর নাম করে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আজ পুলিশ হেডকোয়ার্টারে ডিজিপির কাছে ডেপুটেশন দিয়েছে মজদুর মনিটরিং সেল।
মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “রাস্তায় গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকার করলে লরি চালকদের মারধর করা হচ্ছে এবং তাদের গাড়ির উপরও আক্রমণ করা হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, এই চাঁদাবাজি রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে, যা শ্রমিক ও চালকদের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করছে।
এই অবস্থার প্রতিবাদে মজদুর মনিটরিং সেল ডিজিপির দ্বারস্থ হয়ে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের তৎপরতা এবং কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাসের অপেক্ষায় রয়েছে রাজ্যের শ্রমিক সমাজ।