নিজস্ব প্রতিনিধি || বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জম্পুইজলা বিদ্যালয় পরিদর্শক অফিসে চোরের হানা। মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে অফিসে এসে কর্মচারীরা দেখেন অফিসের তালা ভাঙা, কলাপ্সেবল গেট খোলা। ভেতরে ঢুকে তারা লক্ষ্য করেন, বিভিন্ন সেকশনের আলমারি খোলা, গুরুত্বপূর্ণ নথিপত্র উলটপালট করা।
ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর সেনগুপ্ত জম্পুইজলা থানায় জানান। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দীপঙ্কর সেনগুপ্ত সংবাদমাধ্যমকে জানান, অফিসে বহু মূল্যবান ও গুরুত্বপূর্ণ সামগ্রী থাকা সত্ত্বেও চোরের দল শুধুমাত্র এস্টাবলিশমেন্ট সেকশনের পিএ সিস্টেম নিয়ে পালিয়েছে। এই ঘটনায় তিনি নিজেও বিস্মিত।
প্রশ্ন উঠছে, এত মূল্যবান জিনিস থাকতে চোরেরা কেন শুধু পিএ সিস্টেম চুরি করল? এটা কি আদৌ চুরি, নাকি ইচ্ছাকৃতভাবে সাজানো নাটক? পুলিশ থেকে শুরু করে জম্পুইজলার স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় সন্দিহান। এলাকাবাসীর মতে, বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের চুরির রহস্য এখনও অমীমাংসিত। জম্পুইজলার এই ঘটনাও ধীরে ধীরে চাপা পড়ে যাবে বলে আশঙ্কা তাদের।
স্থানীয়রা জানিয়েছেন, এই চুরির পেছনে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এই ঘটনার পেছনের আসল কারণ কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।