নিউজ ডেস্ক || নেপালের রাজনৈতিক দৃশ্যপটে ঐতিহাসিক পরিবর্তন এসেছে। প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, যা তাঁকে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী করে তোলে। এই নিয়োগ ব্যাপক জনআন্দোলনের ফলে সম্ভব হয়েছে, যা তিন দিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলির পদত্যাগের কারণ হয়ে ওঠে।
রাষ্ট্রপতি ভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল সুশীলা কার্কিকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি জানান, নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন করা। এর ফলে ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। শপথগ্রহণের পরই সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রতিবাদকারীদের একটি মূল দাবি ছিল।
এই সপ্তাহের শুরুতে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ও নজিরবিহীন সহিংসতায় হিমালয় কন্যা নেপাল অচল অবস্থায় পৌঁছে যায়। সোমবার ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই আন্দোলনে দুর্নীতি, সরকারি দমননীতি এবং ডিজিটাল স্বাধীনতার উপর বিধিনিষেধের বিরুদ্ধে হাজার হাজার তরুণ, বিশেষ করে ‘জেনারেশন জেড’-এর প্রতিনিধিরা রাস্তায় নেমে আসেন। এর ফলে অলি সরকারের পতন ঘটে এবং অন্তত ৫১ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। প্রতিবাদকারীরা সেনাবাহিনী প্রধান আশোক রাজ সিগদেলের সঙ্গে আলোচনা করে কার্কিকে প্রধানমন্ত্রীর প্রধান প্রার্থী হিসেবে মনোনয়ন করেন, যা রাজনৈতিক দলগুলোর সমর্থন পায়।
শপথগ্রহণের পর কার্কি একটি ছোট মন্ত্রিসভা গঠন করবেন বলে জানা গেছে। তাঁর প্রথম বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করা হতে পারে। কার্কি, যিনি ২০১৬-১৭ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন, দুর্নীতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। ভারতের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এই ৭৩ বছর বয়সী নেত্রী বলেছেন, “যুবকরা আমাকে বিশ্বাস করেছে, আমি তাদের প্রত্যাশা ভঙ্গ করব না।”
এর আগে শুক্রবার নেপালের প্রতিনিধি সভার স্পিকার দেবরাজ ঘিমিরে এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান নারায়ণ দাহাল সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধানের আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “ভারত নেপালের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”


