নিজস্ব প্রতিনিধি || ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৬তম শহীদান দিবস উপলক্ষে সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর বিশালগড়ের তৎকালীন বিধায়ক গৌতম প্রসাদ দত্তকে ঘাতক বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। মাত্র ২৮ বছর বয়সে তিনি ছিলেন বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক এবং সিপিআইএম রাজ্য কমিটির সহ-সম্পাদক। সেই দিন থেকে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর কমরেড গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস পালন করে আসছে সিপিআইএম দল।
রবিবার বিশালগড় মহকুমা অফিসে আয়োজিত রক্তদান শিবিরে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা ভানুলাল সাহা বলেন, “গৌতম প্রসাদ দত্তের মানুষের সঙ্গে ছিল গভীর সম্পর্ক। এই সম্পর্ক ছিন্ন করতেই ঘাতকরা তাকে হত্যা করেছিল। কিন্তু আমরা রক্তদান শিবিরের মাধ্যমে জীবন বাঁচিয়ে তাদের এই ষড়যন্ত্রের জবাব দিচ্ছি।”
আগামী ১৮ সেপ্টেম্বর গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস উপলক্ষে বিভিন্ন পার্টি অফিসে হল সভার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন দলের নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, জেলা কমিটির সদস্য হিরন্ময় নারায়ণ দেবনাথ সহ অন্যান্য কর্মীবৃন্দ।