আগরতলায় মহানাম অঙ্গন আশ্রমের ৪৪তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান উৎসব
নিউজ ডেস্ক || বনমালীপুরস্থিত নিখিল ত্রিপুরা মহানামসেবক সংঘের উদ্যোগে মহানাম অঙ্গন আশ্রমের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা। এই মানবিক উদ্যোগে আধ্যাত্মিকতার সঙ্গে সমাজসেবার এক অনন্য মেলবন্ধন ঘটে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি রক্তদান ও অঙ্গদানের মতো মানবিক বিষয়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।” তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নেশার বিরুদ্ধে জনজাগরণ ও কুসংস্কার দূরীকরণে গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “জীবনের সৌন্দর্য আদর্শ নিয়ে চলায়। আদর্শের মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায়। যুব সমাজকে এই আদর্শে উদ্বুদ্ধ করতে হবে।” তিনি জানান, ভারত আজ অর্থনীতি, আধ্যাত্মিকতা ও পরিকাঠামো উন্নয়নে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ে তোলা, যার অর্থ শুধু দেশের সার্বিক উন্নয়ন নয়, প্রতিটি পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। তিনি সকলকে উন্নয়নের অংশীদার হয়ে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী, নিখিল ত্রিপুরা মহানামসেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উৎসব আধ্যাত্মিকতা ও সমাজসেবার এক মহান সংমিশ্রণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।