নিউজ ডেস্ক || সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কংগ্রেস ভবনের সামনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহিলাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাগত সশক্তিকরণের লক্ষ্যে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, “সর্বভারতীয় মহিলা কংগ্রেসের মূল লক্ষ্য হল দেশের প্রতিটি মহিলাকে সশক্ত করা। আমরা ত্রিপুরার গ্রাম, শহর ও প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের পাশে থেকে তাঁদের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে মহিলাদের উপর সহিংসতা ও বৈষম্য বাড়ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতা এর জন্য দায়ী। আমরা শুধু প্রতিবাদ নয়, মহিলাদের জন্য বিকল্প পথ দেখাতে চাই।”
অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এই দিনে সংগঠনটি মহিলাদের কল্যাণে তাদের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।