নিজস্ব প্রতিনিধি || আজ, ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধার-এ ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ ও ‘অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস’ অভিযানের সূচনা করেন। এই উদ্যোগের আওতায় ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ও সরকারি হাসপাতালে এক লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবির আয়োজিত হবে। দেশের মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।
ত্রিপুরার ঊনকোটি জেলাতেও এই কর্মসূচির জেলা স্তরে উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শির্সেন্দু চাকমা, আরজিএম হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক পাপিয়া রুদ্র পাল, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই অভিযানের লক্ষ্য মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রিক সেবা সম্প্রসারণ। রক্তাল্পতা, যক্ষ্মা, সিকল সেল রোগের মতো অসংক্রামক রোগের প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন যত্ন, টিকাদান, পুষ্টি, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবনধারা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে। সুবিধাভোগীদের আয়ুষ্মান যোজনা ও অন্যান্য সরকারি প্রকল্পের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, “এটি কেবল একটি স্বাস্থ্য অভিযান নয়, নারী ও শিশুদের সুস্থতার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। ঊনকোটি জেলার অসংখ্য পরিবার এর মাধ্যমে উপকৃত হবে।”