নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুরু হওয়া ‘সেবা পাক্ষিক’ কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে দেশজুড়ে ৭৫টি স্থানে আয়োজিত হচ্ছে ‘নমো যুব যাত্রা’। এরই অংশ হিসেবে রবিবার সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় এক উৎসাহব্যঞ্জক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে সকাল ৭টায় এই কর্মসূচির সূচনা হয়, যেখানে যুব সমাজের বিপুল উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য পতাকা নেড়ে এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কর্মসূচিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব, যুব মোর্চার কর্মী এবং শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। ম্যারাথন চলাকালীন রাজপথে ভেসে ওঠে একটিমাত্র স্লোগান— “একটাই সংকল্প, নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা।”
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজ যদি নেশার কবল থেকে মুক্ত থেকে শক্তি, মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে যায়, তবেই একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে।” প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য যুবকদের উৎসাহিত করে বলেন, “নেশা থেকে দূরে থেকে খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে অংশ নিলে আগামী প্রজন্ম সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে।”
এই ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নেশামুক্ত ভারত ও ত্রিপুরা গড়ার এক দৃঢ় প্রতিশ্রুতি। যুব মোর্চার এই উদ্যোগে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নেশামুক্ত সমাজ গঠনের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। ‘নমো যুব যাত্রা’ শুধু আগরতলায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে একই বার্তা ছড়িয়ে দিচ্ছে— যুব সমাজকে সুস্থ, সৃজনশীল ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা।


