নিউজ ডেস্ক || চতুর্থীতে রাজ্যজুড়ে শারদীয়ার আমেজে মেতে উঠেছে জনমন। এই উৎসবের ধারাবাহিকতায় আজ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনতা ও রাজ্যবাসীকে তিনি শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সাংসদ বলেন, “শারদীয়ার এই কয়েকটি দিন সকলেই উৎসবের আনন্দে মেতে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন জিএসটি সংস্করণের মাধ্যমে এই আনন্দ আরও দ্বিগুণ হয়েছে, যা সাধারণ মানুষের জন্য এক অনন্য উপহার।” তিনি আরও জানান, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা গ্রামীণ অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। এই সুযোগ-সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য প্রচার অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংসদ বিপ্লব কুমার দেব মণ্ডপ পরিক্রমা করে দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যা অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।