নিউজ ডেস্ক || নবমীর ভোরে উত্তর জেলার ধর্মনগরের কালিকাপুর সাবজেল থেকে ছয়জন সাজাপ্রাপ্ত আসামির চম্পট দেওয়ার ঘটনায় পুলিশ প্রশাসন ফের নড়েচড়ে বসেছে। তল্লাশি অভিযান জারি থাকলেও বৃহস্পতিবার দুপুরে আরও এক পলাতককে গ্রেফতার করে পুলিশ সফলতা অর্জন করেছে।
গ্রেফতারকৃত আসামির নাম নারায়ণ দত্ত, পিতার নাম শুভঙ্কর চৌধুরী। পুলিশের জানানো মতে, তার বাড়ি বাংলাদেশের অন্তর্গত। বিশেষ সূত্র জানায়, উত্তর জেলা পুলিশের তৎপরতা এবং ৯৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সহযোগিতায় ভারত-বাংলাদেশ সীমান্তের মালাকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এই নিয়ে ছয়জনের মধ্যে দু’জনকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়েছে, কিন্তু কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনসহ বাকি চারজন এখনও পলাতক।
একাধিক থানার পুলিশ দল যৌথভাবে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুজোর ব্যস্ততার মধ্যে এই জেলপলায়নের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের অন্দরে প্রশ্ন তুলেছে। তবে পুলিশের আশ্বাস, খুব শিগগিরই বাকি পলাতকরাও ধরা পড়বে।