নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ঘটনার পরপরই রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি)-কে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে।
কুণাল ঘোষ আরও জানান, এই ঘটনা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার হামলার ধারাবাহিকতার অংশ। অতীতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা এবং দলের অন্যান্য নেতা-কর্মীদের উপর একাধিকবার আক্রমণের ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য রাজ্য পুলিশের ডিজিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা অদম্য। শত বাধা অতিক্রম করেও আমাদের প্রতিনিধি দল আগরতলার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছেছে। এই সেই কার্যালয়, যেখানে গতকাল বিজেপির ভাড়া করা দুষ্কৃতীরা বর্বরোচিত হামলা চালিয়ে গণতন্ত্রে বিরোধী দলের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করেছিল।” তিনি জোর দিয়ে বলেন, “গণতন্ত্র রক্ষায় আমাদের লড়াই চলছে এবং চলবে।”
তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে অভিহিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।


