নিউজ ডেস্ক || জিবি হাসপাতালের ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা সরকার মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা ও রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন মিনা রানী সরকার, রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীত্যে, মেডিকেল এডুকেশন-এর অধিকর্তা ডঃ এইচ.পি. শর্মা, আগরতলা সরকার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ অনুপ কুমার সাহা, জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডঃ নূপুর দেববর্মা, রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডঃ বিশ্বজিৎ দেববর্মা এবং জিবি হাসপাতালের ডেপুটি সুপার ডঃ কনক চৌধুরী।
বিধায়িকা মিনা রানী সরকার তাঁর বক্তৃতায় বলেন, “১৯৬১ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত জিবি হাসপাতাল আজ তার পরিকাঠামো ও সেবার মানে ক্রমশ উন্নতি লাভ করছে। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও সুনামের সঙ্গে এগিয়ে যাবে।”
স্বাস্থ্য সচিব কিরণ গীত্যে জানান, এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জিবি হাসপাতালের উন্নয়নের জন্য দিল্লির এইমস-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিনি বলেন, “রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে জিবি হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এখন সাধারণ মানুষের কাছে নির্ভরতার প্রতীক।”
জিবি হাসপাতালের ডেপুটি সুপার ডঃ কনক চৌধুরী জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতাল চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়া ২৫০০ রোগীর মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। তিনি বলেন, “রাজ্য সরকার হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করছে। আগামী দিনেও এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
অনুষ্ঠান ঘিরে হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই আয়োজন জিবি হাসপাতালের স্বাস্থ্যসেবায় অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক হিসেবে উদযাপিত হল।


