নিউজ ডেস্ক || বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারণায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উদ্যোগী। আগামীকাল ১৮ অক্টোবর তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে তাঁর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এই প্রচারণায় কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে এবং বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালও যোগ দেবেন।
বাগাহা বিধানসভা কেন্দ্রে বেলা ১১.৫৫ টায় ডাঃ সাহা প্রথম প্রচারে অংশ নেবেন, যেখান থেকে বিজেপির প্রার্থী রাম সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে রামনগর (এসসি) কেন্দ্রে তিনি নন্দ কিশোর রামের পক্ষে জনসমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া নারকাটিয়াগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় পান্ডের সমর্থনে আরও একটি প্রচার সভায় তাঁর উপস্থিতি থাকবে।
প্রচারণার সময় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা দুটি জনসমাবেশে সরাসরি বক্তব্য রাখবেন। বিজেপির এই কৌশলগত পদক্ষেপ বিহারে দলের প্রভাব বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে প্রচারণা আরও জোরদার হবে।


