নিউজ ডেস্ক || বিজয়া দশমী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে রবিবার আগরতলার টাউন হলে ‘বিজয়া শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ বিজেপির নেতৃত্বসহ হাজারো কর্মী-সমর্থক। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের প্রতি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেছেন, বিজেপিকে শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক রাজনীতির পথে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মানিক সাহা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “কমিউনিস্টদের মতো ক্যাডার হয়ে যাবেন না।” তিনি আরও জোর দিয়ে বলেন, দলীয় নেতাদেরকে আদর্শের পথে চলতে হবে এবং অন্য কারো বিরুদ্ধে কথা না বলার আহ্বান জানান। “বিজেপি কর্মীদের উচিত শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের পাশে দাঁড়ানো এবং ইতিবাচক রাজনীতি করা,” তিনি যোগ করেন।
কংগ্রেসের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেসের কে কী আছে, আমি জানি না।” তিনি বিহারের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, কংগ্রেস উচ্ছৃঙ্খলতার মাধ্যমে চলে—যা তিনি নিজ চোখে দেখেছেন।
অনুষ্ঠানে ড. সাহা আরও ইঙ্গিত দেন যে, শীঘ্রই ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল আগামী দিনের সংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা এবং দলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান। এই বক্তব্যের মাধ্যমে বিজেপি ত্রিপুরায় নতুন করে সাংগঠনিক জোরদার করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।


