নিউজ ডেস্ক || প্রাক্তন জঙ্গি নেতা ও বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মার জন্ম শংসাপত্র ও নাগরিকত্ব সংক্রান্ত নথি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ত্রিপুরার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে যে তিনি বাংলাদেশি নাগরিক। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি তুলেছে সংগঠন আমরা বাঙালি।
শুক্রবার আগরতলায় আমরা বাঙালি-র রাজ্য কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রৌদ্র পাল বলেন, “সামাজিক মাধ্যমে রঞ্জিত দেববর্মাকে বাংলাদেশি নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তিনি গুরুতর অপরাধে দোষী।” তিনি আরও বলেন, “একজন বিদেশি নাগরিক হয়ে যদি তিনি অনুপ্রবেশ ইস্যুতে মন্তব্য করেন, তবে তা সম্পূর্ণ ভণ্ডামি। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই বিষয়ে অবিলম্বে তদন্ত করে রাজ্যবাসীর সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হোক।”
গৌরাঙ্গ রৌদ্র পাল জানান, তদন্তে যদি প্রমাণিত হয় যে রঞ্জিত দেববর্মা প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক, তবে তার বিধানসভার সদস্যপদ অবিলম্বে খারিজ করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সংগঠনটি জানিয়েছে, এই অভিযোগ শুধু সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ না রেখে তারা আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের কাছে লিখিত দাবিপত্র জমা দেবে।
এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব নিয়ে এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।


