টাকারজলায় ‘মন কি বাত’-এর ১২৭তম পর্বে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে জনতার উৎসাহ
নিউজ ডেস্ক || আজ ত্রিপুরার টাকারজলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় কর্মসূচি ‘মন কি বাত’-এর ১২৭তম পর্ব শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এই অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। সকলে মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন, যেখানে তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীর তাৎপর্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে সর্দার প্যাটেলের জাতীয় ঐক্য ও অখণ্ডতার ক্ষেত্রে অমূল্য অবদানের কথা স্মরণ করেন। তিনি দেশবাসীকে #VandeMatram150 হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক মাধ্যমে তাঁদের দেশপ্রেম ও ভাবনা প্রকাশ করার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানের প্রশংসা করে লেখেন, “সর্দার প্যাটেল জী আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী জী আজ তাঁর আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরলেন, যা আমাদের সকলকে আরও অনুপ্রাণিত করবে।”
এই কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে। ‘মন কি বাত’-এর এই পর্ব ত্রিপুরার মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে বলে জানা গেছে।


