নিউজ ডেস্ক || শালবাগান এলাকায় দিনদুপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় অবশেষে দুই যুবককে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানা পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন।
জানা গেছে, নীলাদ্রি কর্মকার নামে এক ব্যক্তি তার বোনকে নিয়ে সিধাই মোহনপুর থেকে অটোরিকশায় করে আগরতলার দিকে আসছিলেন। পথে শালবাগান এলাকায় দুই যুবক হঠাৎ অটোর পাশে এসে নীলাদ্রিবাবুর বোনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায়। ঘটনার পর নীলাদ্রি কর্মকার এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে প্রথমে দুই সন্দেহভাজনকে আটক করে আদালতে প্রেরণ করে, যাদের জেল হেফাজতে পাঠানো হয়। পরবর্তী তদন্তে জেলে জিজ্ঞাসাবাদের সময় আরও দুই অভিযুক্তের নাম প্রকাশ্যে আসে। আজ পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করে।
এনসিসি থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ প্রসেনজিৎ মালাকার জানান, “আজ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে।”
এই ঘটনায় শালবাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তদন্ত চলছে।


