নিজস্ব প্রতিনিধি || বিজেপি গোলাঘাটি মন্ডল কমিটির উদ্যোগে গোলাঘাটি পঞ্চায়েত সংলগ্ন মিলনায়তনে বুধবার এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১২৫টি পরিবারের মোট ৪৮৪ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের দলে স্বাগত জানান ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এবং বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সিপাহীজলা জেলা বিজেপি সভাপতি বিপ্লব চক্রবর্তী, গোলাঘাটি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তপশিলি জাতি সংরক্ষিত ১৭ নম্বর গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে এই ব্যাপক যোগদান ঘটে।
প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেন, “বিজেপির শাসনকালে সমগ্র রাজ্যের উন্নয়ন হয়েছে। বিশেষ করে জনজাতিদের উন্নয়নে একমাত্র বিজেপিই কাজ করে চলেছে। জনজাতি মহল্লায় রাস্তা সংস্কার থেকে শুরু করে জীবনমান উন্নয়ন—সবক্ষেত্রে বিজেপি সরকার অগ্রণী। নরেন্দ্র মোদি সরকার মনে করে, জনজাতির উন্নয়নই ত্রিপুরার উন্নয়ন। তাই এডিসির বাজেট বহুগুণ বৃদ্ধি করা হয়েছে, জনজাতি উন্নয়নের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এডিসি এলাকায় মডেল ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন শুধুমাত্র বিজেপির আমলেই সম্ভব হয়েছে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, “জাতি-জনজাতির মিলিত শক্তিতে ত্রিপুরা আরও সমৃদ্ধশালী রাজ্য হয়ে উঠবে।” এই যোগদান সভা বিজেপির জনজাতি অধ্যুষিত এলাকায় ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে।


