নিউজ ডেস্ক || বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। আগামী ৭ নভেম্বর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে মূল অনুষ্ঠানটি হবে।
পাপিয়া দত্ত বলেন, “ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনি হিসেবে ‘বন্দে মাতরম’ প্রতিষ্ঠা লাভ করে। কলকাতার রাজনৈতিক সমাবেশে প্রথম উচ্চারিত হয় এই ধ্বনি। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গানটি পরিবেশন করেন।” ১৯৫০ সালে গানটিকে জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়।
তিনি আরও জানান, ১৯০৯ সালে শ্রীঅরবিন্দ গানটির ইংরেজি অনুবাদ করেন, যা বিশ্বব্যাপী প্রচলিত। কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান হবে। ত্রিপুরায় বিজেপির কর্মসূচিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমবেত সংগীত।
এই উদযাপন ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক তাৎপর্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। ১৮৭৫ সালের ৭ নভেম্বর রচিত এই গানের ১৫০ বছর পূর্তি জাতীয় ঐক্য ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতিকে জাগরূক করবে।


