সেবার আলোয় আলোকিত সমাজ – ১০১ রোগীর মুখে হাসি ফোটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ
নিউজ ডেস্ক || “মানবসেবাই পরম ধর্ম” – এই মহান ভাবনাকে হৃদয়ে ধারণ করে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আজ গ্রিন অ্যারো ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয়েছে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই শিবিরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ১০১ জন রোগী বিনা খরচে স্বাস্থ্যপরীক্ষা, চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।
মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। রোগীদের মধ্যে উৎসাহ ও সন্তোষ চোখে পড়ার মতো ছিল, যা এই উদ্যোগের সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিশেষজ্ঞ পরামর্শ পর্যন্ত সব ধরনের সুবিধা প্রদান করা হয়েছে, যা অসচ্ছল মানুষদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের শিবির ভবিষ্যতেও নিয়মিত আয়োজিত হবে, যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ স্বাস্থ্যসেবা পান। এই উদ্যোগ মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।


