নিউজ ডেস্ক || ধলাই জেলা হাসপাতাল রাজ্যে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি জাতীয় গুণমান মানদণ্ড অর্জন করে অনন্য নজির স্থাপন করেছে। ৯০.২১% স্কোর নিয়ে হাসপাতালটি শ্রেষ্ঠত্বের স্তরে পৌঁছেছে।
জাতীয় গুণমান নিশ্চয়তা মানদণ্ড (NQAS), প্রসূতি কক্ষ গুণগত মানোন্নয়ন (LaQshya) এবং শিশুস্বাস্থ্য সেবা উন্নয়ন কর্মসূচি (MusQan)—এই তিন ক্ষেত্রে সাফল্য এসেছে। ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার (NHSRC) গত ২৪-২৬ সেপ্টেম্বর হাসপাতালের পরিকাঠামো, রোগী সেবা, সুরক্ষা ও প্রশাসনিক দক্ষতা মূল্যায়ন করে স্বীকৃতি প্রদান করে। এটি রোগীর যত্ন ও সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করেছে।
স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, “এই সাফল্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কঠোর পরিশ্রমের ফল।” এটি রাজ্যের অন্য জেলা হাসপাতালগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।
এই অর্জন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অন্যান্য হাসপাতালকে গুণগত মানোন্নয়নে উৎসাহিত করবে।


