স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১৬ জনের অংশগ্রহণ
নিউজ ডেস্ক || ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫ উপলক্ষে সমবায় দপ্তর ও জেলার বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে ধলাই জেলা-ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা মহকুমা শাসক রিংকু রিয়াং এবং আমবাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম দেবনাথ। সমবায়ের মূলমন্ত্র ‘সকলের জন্য, সকলের দ্বারা’কে সামনে রেখে আয়োজিত এই শিবিরে সমবায় সদস্য, কর্মী ও স্থানীয় যুবক-যুবতীরা উৎসাহের সঙ্গে অংশ নেন।
মন্ত্রী শান্তনা চাকমা বলেন, “রক্তদানের মতো মহানুভব কাজের সঙ্গে সমবায় আন্দোলনকে যুক্ত করা আমাদের সেবার মনোভাবকে আরও শক্তিশালী করবে।”
শিবিরে মোট ১৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত আমবাসা ও আশপাশের হাসপাতালের রক্তভাণ্ডারে যোগ হবে, যা জরুরি রোগীদের চিকিৎসায় সহায়ক হবে।
সমবায় সপ্তাহের অবশিষ্ট দিনগুলিতে ধলাই জেলায় আরও সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও সমবায় সমিতিগুলির মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন চলবে। এর মাধ্যমে সমবায় আন্দোলনকে গ্রামীণ অর্থনীতি ও সমাজসেবার মূলস্রোতদে আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।


