নিউজ ডেস্ক || ত্রিপুরা মার্কেডের বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত থেকে জানান, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় ব্যবস্থার ভূমিকা অপরিহার্য এবং এজন্য মার্কফেড মার্কেটিং প্রক্রিয়াকে আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।
সভায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে মার্কফেড ইতিমধ্যে বাজারজাতকরণ প্রক্রিয়াকে আধুনিক ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করেছে।”
তিনি আরও জানান, আগামী দিনে সংস্থার বিভিন্ন মার্কেটিং ইউনিটের মাধ্যমে পণ্য বিপণন সম্প্রসারিত করা, সমবায় উৎপাদিত পণ্য সরাসরি বাজারে পৌঁছে দেওয়া এবং উৎপাদকদের আয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।“সমবায়ের মাধ্যমে গ্রামীণ উৎপাদকদের লাভের সুযোগ বাড়াতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ,” বলে মন্ত্রী স্পষ্ট করেন।
মার্কফেডের এই উদ্যোগ রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কৃষক-উৎপাদকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে এবং সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। আগামীতে এই পরিকল্পনার বাস্তবায়ন কীভাবে হয়, সেদিকে থাকবে সকলের নজর।


