নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্য সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। এতে দুটি গুরুত্বপূর্ণ উৎসব—লক্ষ্মী পূজা ও দীপাবলি—রবিবারে পড়ায় কর্মীদের সুবিধার্থে পরের দিনগুলিকে ক্ষতিপূরণমূলক ছুটি ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মী পূজা ২৫ অক্টোবর ২০২৬ (রবিবার) পড়েছে। উৎসব যাতে পূর্ণমাত্রায় উদযাপন করা যায়, সেজন্য ২৬ অক্টোবর (সোমবার)-কে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। একইভাবে দীপাবলি ৮ নভেম্বর ২০২৬ (রবিবার) হওয়ায় ৯ নভেম্বর (সোমবার)-কে ছুটি ঘোষণা করেছে সরকার।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই সিদ্ধান্তকে সরকারি কর্মীদের কল্যাণ ও রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। সরকারি সূত্রে জানা গেছে, এই দুটি অতিরিক্ত ছুটির মাধ্যমে কর্মীদের কাজ ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে।
রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, উৎসবের দিনে ছুটি না থাকলে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিত, এই পদক্ষেপ তা দূর করবে।
২০২৬ সালের পূর্ণাঙ্গ ছুটির তালিকা শিগগিরই সরকারি গেজেটে প্রকাশিত হবে। এই উদ্যোগ রাজ্যে সাংস্কৃতিক সংবেদনশীলতা ও কর্মী-বান্ধব প্রশাসনের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।


