নিউজ ডেস্ক || ধর্মনগরের রাজবাড়ী এলাকার জনপ্রিয় ভি মার্ট শপিং মলে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার এক ক্রেতা কেনা খেজুরের প্যাকেট নষ্ট ও মেয়াদোত্তীর্ণ পেয়ে দোকানে ফিরে এলে একাধিক প্যাকেটে একই সমস্যা ধরা পড়ে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী ক্রেতা জানান, বাড়ি ফিরে খেজুরের প্যাকেট খুলতেই পণ্যটি পচা ও দুর্গন্ধযুক্ত পান। প্যাকেট পরীক্ষা করে দেখেন মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। দোকানে ফিরে অন্যান্য প্যাকেট যাচাই করলে বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ বলে প্রমাণিত হয়। তিনি আরও অভিযোগ করেন, শুধু খেজুর নয়—মলের বিভিন্ন সেকশনেও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ছিল।
“এত বড় ব্র্যান্ডের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে,” বলেন অভিযোগকারী। ঘটনার পর দোকান কর্মীদের সঙ্গে তর্কাতর্কি হয় এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, বড় প্রতিষ্ঠানের উচিত গ্রাহকের আস্থা ধরে রাখতে স্টকের প্রতি আরও কঠোর নজরদারি করা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভি মার্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগকারী সকল ক্রেতাকে পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ যাচাই করার অনুরোধ জানিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার কর্মীরা এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনা খাদ্য নিরাপত্তা ও বড় রিটেইল চেইনের দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


