নিউজ ডেস্ক || নোয়াগাঁওয়ে রবিবার কংগ্রেসের নির্ধারিত জনসভার ঠিক আগ মুহূর্তে সভামঞ্চ ভেঙে দেওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শ্রী সুদীপ রায় বর্মন।
তিনি অভিযোগ করেন, “সভা না করার জন্য আমাদের কর্মীদের রক্তচক্ষু দেখানো হচ্ছে। সম্পূর্ণ ফ্যাসিবাদী মনোভাব নিয়ে চলছে ভারতীয় জনতা পার্টি। বিরোধীরা মিছিল-মিটিং করলেই হামলা ও হুজ্জতি করা হচ্ছে।”
সাম্প্রতিক বছরগুলিতে ত্রিপুরার রাজনৈতিক আবহাওয়ায় শাসক দলের বেড়ে চলা চাপ ও বাধার কারণে গণতান্ত্রিক পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে কংগ্রেস ও সিপিআইএম-সহ অন্যান্য বিরোধী দলগুলি। নোয়াগাঁওয়ের এই ঘটনাকে তারা শুধুমাত্র একটি সভা বানচালের চেষ্টা নয়, বরং বিরোধী কণ্ঠরোধের বৃহত্তর ফ্যাসিবাদী প্রবণতারই প্রতিফলন বলে মনে করছেন।
ঘটনার পর এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই হামলার পিছনে স্থানীয় বিজেপি নেতৃত্ব জড়িত। যদিও বিজেপির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


