নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে তিপ্রা মথা দলের তৃণমূল স্তরে অবস্থান আরও মজবুত হয়েছে। দলের প্রধান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এক যোগদান অনুষ্ঠানে জানিয়েছেন, সাংগঠনিক ভিত্তির দৃঢ়তার কারণে মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। এছাড়া তিনি বিজেপির কিছু নিম্নস্তরের নেতাদের বিভ্রান্তিকর মন্তব্যের সমালোচনা করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর বলেন, “তিপ্রা মথা আজ তৃণমূল স্তরে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। দলের সাংগঠনিক ভিত মজবুত হওয়াতেই ক্রমশ মানুষের আস্থা বাড়ছে।” তিনি আরও যোগ করেন যে, নিচু তলার কিছু বিজেপি নেতা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর মন্তব্য করছেন, যা রাজনৈতিকভাবে অনভিপ্রেত। এই মন্তব্যগুলি দলের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করেন তিনি।
প্রদ্যুৎ কিশোর স্পষ্ট করে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সম্পর্ক ভালো। তিনি বলেন, “রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনগণের স্বার্থে সকলের সঙ্গে সমন্বয় বজায় রেখেই তিপ্রা মথা কাজ করে চলেছে।” এই বক্তব্য ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে তিপ্রা মথার ভূমিকাকে আরও স্পষ্ট করে তোলে, যা স্থানীয় জনজাতি সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কেন্দ্রীভূত।
এই ঘটনা ত্রিপুরার রাজনীতিতে নতুন গতিবিধি আনতে পারে, বিশেষ করে বিজেপি-তিপ্রা মথার সম্পর্কের প্রেক্ষিতে। ভবিষ্যতে দলের তৃণমূল সম্প্রসারণ এবং রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিতে আরও সক্রিয় ভূমিকা দেখা যেতে পারে, যা স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে।


