নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্তবর্তী গ্রামগুলিতে সফর করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিদর্শন করেন। এই সফরে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সহায়তা বিতরণ করেন।
সফরের প্রথম পর্যায়ে রাজ্যপাল করবুক মহকুমার জলেয়া গ্রামে যান, যেখানে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা এবং আয়ুষ্মান কার্ডের মতো প্রকল্প নিয়ে আলোচনা করেন। কৃষি দপ্তরের কর্মকর্তাদের একটি কোল্ড স্টোরেজ স্থাপনের পরামর্শ দেন এবং শিক্ষা দপ্তরকে একলব্য ও নবোদয় বিদ্যালয়ে আরও ছাত্র ভর্তির দিকে নজর দেওয়ার আহ্বান জানান। রাজ্যপাল এবং তাঁর স্ত্রী এন. রেণুকা স্থানীয়দের মধ্যে পি.আর.টি.সি, বিবাহ সার্টিফিকেট, সার্ভাইভেল সার্টিফিকেট, পি.ভি.সি. রেশন কার্ড এবং উচ্চফলনশীল বীজ বিতরণ করেন। এছাড়া, ককবাকসা স্বসহায়ক দলকে ৭ লক্ষ টাকার চেক প্রদান করেন।
পরবর্তীতে শিলাছড়িতে বিএসএফ জওয়ানদের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা করেন, যেখানে বিএসএফ-এর আইজি অলক কুমার চক্রবর্তী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুকনাছড়ায় মহাবোধি ইংলিশ মিডিয়াম স্কুল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে সরকারি সুবিধা নিয়ে কথা বলেন এবং তিপ্রাসা ও লোটাস স্বসহায়ক দলকে যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার চেক দেন। তিন জন গ্রামবাসীকে ২ লক্ষ টাকা করে ঋণের চেকও প্রদান করেন।
সফরের শেষভাগে রূপাইছড়ির একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এবং সাব্রুমের লুধুয়া চা প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে ছাত্র-শিক্ষক এবং চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এই সফরে বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই সফর সীমান্ত এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি ও শিক্ষাকে শক্তিশালী করবে। ভবিষ্যতে এমন আরও পরিদর্শনের মাধ্যমে প্রকল্পগুলির কার্যকারিতা নিশ্চিত করা যাবে।


