নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেছেন, আইনের পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মিশন। বিজেপি লিগ্যাল সেলের ষষ্ঠ বার্ষিক কনক্লেভে এ কথা বলেন তিনি।
কনক্লেভটি আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হয়েছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের উল্লেখ করে বলেন, স্বামী বিবেকানন্দের মতো মহান ব্যক্তিরা দেশকে উজ্জ্বল করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলকের মতো আইনজীবীদের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন এবং বলেন, আইনজ্ঞদের ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ত্রিপুরা সরকার রাজ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে মহকুমা পর্যায় পর্যন্ত আদালত গড়ে তুলেছে। এর ফলে মানুষকে আর আগরতলা বা জেলা সদরে যেতে হয় না, যা কর্মসংস্থানের সুযোগও বাড়িয়েছে। তিনি আইনজীবীদের আপডেট থাকার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ তাদের কাছে আসেন।
কনক্লেভে বিজেপির প্রদেশ সহ-সভাপতি সুবল ভৌমিক, লিগ্যাল সেলের প্রভারী ডা. অশোক সিনহা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি আইনজীবীদের ‘বিকশিত ভারত’ এবং ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার প্রচেষ্টায় উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে, যা রাজ্যের আইনি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।


