নিউজ ডেস্ক || ত্রিপুরার প্রয়াত বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নশ্বর দেহে বিজেপি প্রদেশ কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীসহ সহকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এরপর শহরে শোক মিছিল বের হয়।
আজ দুপুরে তাঁর মরদেহ আগরতলায় আনা হয়। এমবিবি বিমানবন্দরে মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ অন্যান্যরা শ্রদ্ধা জানান। তারপর বিধানসভায় নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে বিজেপি কার্যালয়ে। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী এবং পাপিয়া দত্তসহ সহকর্মীরা ফুল দিয়ে অভিবাদন জানান। ধর্মনগরের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।
সাংবাদিকদের সামনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “রাজ্যের বর্ষিয়ান রাজনীতিক, ধর্মনগর বিধানসভা থেকে চারবার নির্বাচিত বিধায়ক এবং বর্তমান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পার্থিব দেহ বিজেপি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।”
এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। তাঁর মৃত্যু রাজ্যের বিধানসভা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। পরবর্তীতে ধর্মনগরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, যা রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের উপর প্রভাব বিস্তার করতে পারে।


