নিউজ ডেস্ক || ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রয়াত বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য রবিবার সকালে ধর্মনগরের একটি শ্মশানে সম্পন্ন হয়েছে, যা তিনি নিজে শিলান্যাস করেছিলেন। শোকস্তব্ধ পরিবেশে হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানান।
প্রয়াত সেনের মরদেহ প্রথমে তাঁর বাসভবন থেকে বিজেপির জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ফুলে সাজানো শবযাত্রা জেলা কার্যালয় হয়ে শ্মশানের দিকে রওনা দেয়। ধর্মনগরের রাজপথে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন, যা এক আবেগঘন দৃশ্য সৃষ্টি করে।
বিশ্ববন্ধু সেন জনসেবায় নিবেদিত একজন জননেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে ধর্মনগর সহ সমগ্র উত্তর ত্রিপুরা জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁর অবদানকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন।
এই ঘটনা ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে একটি শূন্যতা সৃষ্টি করেছে। ধর্মনগর কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা রাজ্যের রাজনীতিতে নতুন গতিপথ নির্ধারণ করতে পারে।


