নিউজ ডেস্ক || ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (টিপিএসসি) চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মা এবং রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তারক্ষীদের মধ্যে হোটেল পোলো টাওয়ার্সের সামনে পার্কিং নিয়ে ঝামেলা থেকে মারামারির ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণ অনুসারে, মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রবাসী ত্রিপুরা সামিটে অংশগ্রহণের পর বাড়ি ফেরার সময় তাঁর গাড়ি হোটেলের গেটে আনার অনুরোধ করেন। কিন্তু সেখানে টিপিএসসি চেয়ারম্যানের গাড়ি দাঁড়ানো ছিল। নিরাপত্তারক্ষী গাড়ি সরানোর অনুরোধ করলে চেয়ারম্যান কথা না বাড়িয়ে একজন টিএসআর জওয়ানের কলার ধরে ধাক্কা দেন, যা থেকে মারামারি শুরু হয়।
জানা গেছে, চেয়ারম্যান তখন মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে পুলিশ সুপারসহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর চেয়ারম্যানকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশের তদন্ত চলছে, যা জনসাধারণের দৃষ্টিতে সরকারি কর্মকর্তাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে।


