নিউজ ডেস্ক || আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো তাদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ জানুয়ারির মধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক না হলে জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে JAC, JARC ও DRMC-এর নেতারা এ ঘোষণা দেন।
গত ২২ ডিসেম্বর সংগঠনগুলো দাবি আদায়ে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচির পর প্রশাসন বৈঠকের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ তাদের। নেতারা জানান, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান চাইলেও প্রশাসনের উদাসীনতা তাদের কঠোর পদক্ষেপে বাধ্য করছে।
এই হুমকি দেশের যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করবে। সংগঠনগুলোর দাবিগুলোর মধ্যে সম্ভবত পুনর্বাসন ও অধিকার সংক্রান্ত বিষয় রয়েছে, যা দীর্ঘদিনের অমীমাংসিত।
যদি বৈঠক না হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হতে পারে, যা আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করবে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


