নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা ঊনকোটি জেলার সায়দাবাড়ি এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় অযথা রাজনৈতিক মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানান তিনি। রবিবার চুরাইবাড়ি সফরকালে বিরোধীদের অভিযোগের জবাবে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।
ঘটনার পটভূমিতে জানা যায়, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীনে সায়দাবাড়ি এলাকায় কীর্তনের চাঁদা নিয়ে দুষ্কৃতীদের দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়। এতে কয়েকটি বাড়িঘর ও গাড়িতে আগুন লাগানো হয়। ঘটনার পরপরই ঊনকোটি জেলার এসপি অভিনাশ রাইয়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। বর্তমানে এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “প্রশাসন এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে।” বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বিজেপির ব্যর্থতার অভিযোগের জবাবে তিনি বলেন, “সিপিআইএম শাসনামলে মান্দাই ও খোয়াইয়ে এমন ঘটনা ঘটেছিল, এমনকি তাদের একজন মন্ত্রী নৃশংসভাবে খুন হয়েছিলেন। তখন তারা কী ভূমিকা নিয়েছিল?” তিনি আরও যোগ করেন, “এই ধরনের বিষয়ে অযথা রাজনৈতিক মন্তব্য না করাই বাঞ্ছনীয়। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে।”
ঘটনার প্রভাবে এলাকায় উত্তেজনা দেখা গেলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্থিতিশীল। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিধায়ক ও মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা জোরদার করার আদেশ দিয়েছেন।
এই ঘটনা রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছে। সরকারের লক্ষ্য হলো এমন অশান্তি প্রতিরোধ করে সকল সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা, যা আগামী দিনে আরও কঠোর নজরদারির মাধ্যমে সম্ভব হবে।


