নিউজ ডেস্ক || ত্রিপুরার লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব গত তিন বছরে সাংসদ উন্নয়ন তহবিল (এমপিএলএডিএস) থেকে মোট ১৪ কোটি ৫ লক্ষ ৪৬ হাজার ৫৬৮ টাকা ব্যয় করে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করে তিনি রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর জোর দিয়েছেন।
সাংসদ দেব জানান, রাজ্যসভার সদস্য থাকাকালীন ১৩টি প্রকল্পে ৪ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার ৫৯১ টাকা খরচ করা হয়েছে। লোকসভায় নির্বাচিত হওয়ার পর ২০২৪-২৫ অর্থবছরে ৭টি প্রকল্পে ৩ কোটি ৪৪ লক্ষ ৪৯ হাজার ২৬৮ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৫টি প্রকল্পে ৬ কোটি ৩ লক্ষ ৫৯ হাজার ৭০৯ টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯টি বিদ্যালয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, মেডিকেল সেন্টার, যোগা কেন্দ্র, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম। গত লোকসভা অধিবেশনে (১-১৯ ডিসেম্বর) তিনি ৫৬টি প্রশ্ন উত্থাপন করেন, যার মধ্যে ১১টি গৃহীত হয়েছে। এর মধ্যে একটি স্টার্ড প্রশ্ন ছিল ‘স্কলারশিপ স্কিম ফর ট্রাইবালস’ বিষয়ে।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৪টি পরিবারকে ৩২ লক্ষ ৪০ হাজার ২৫৯ টাকা সাহায্য প্রদান করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের জন্য রেলমন্ত্রীর সহায়তায় আগরতলা-ধর্মনগর এক্সপ্রেসে এলএইচবি কোচ যুক্ত করা হয়েছে, যা যাত্রীদের আরামদায়ক করে তুলেছে। রেল স্টেশনগুলির পরিচ্ছন্নতা ও মান উন্নয়ন ঘটেছে।
জাতীয় সড়ক নির্মাণে অভিযোগের পর কেন্দ্রীয় হস্তক্ষেপে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।পোল্ট্রি শিল্পের সমস্যা নিয়ে সাংসদ বলেন, উড়িষ্যা থেকে মুরগির ছানা বিমানপথে আনার ব্যবস্থা বন্ধ হওয়ায় সড়কপথে পরিবহনের ফলে দাম বৃদ্ধি ও ক্ষতি হচ্ছে। তিনি বিমান পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়ে এই পরিষেবা পুনরায় চালু করার আবেদন জানিয়েছেন।
এই উদ্যোগগুলি ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে কেন্দ্রীয় সহায়তায় আরও প্রকল্প বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের জনগণের জীবনমান উন্নত করবে।


