নিউজ ডেস্ক || আসামের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আজ শুরু হলো “Advantage Assam” শীর্ষক বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক অনুষ্ঠানে বলেন, “আজ আসাম শুধু ভারতের নয়, সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও শিল্প কেন্দ্র হয়ে উঠছে।”
২০১৮ সালে প্রথম Advantage Assam শীর্ষ সম্মেলনের পর থেকে রাজ্যের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে আসামের অর্থনীতির মূল্য ছিল ২.৭৫ লক্ষ কোটি টাকা, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, “ডাবল ইঞ্জিন সরকারের ডাবল ইফেক্টের ফলে এই অর্থনৈতিক সাফল্য এসেছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, গত দশ বছরে আসামের পরিকাঠামোয় অভূতপূর্ব উন্নতি ঘটেছে। ব্রহ্মপুত্র নদীর উপর নতুন চারটি সেতু নির্মাণ, ৬০টিরও বেশি রেলস্টেশনের আধুনিকীকরণ, এবং নতুন বিমান সংযোগের ফলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে।
শিল্প ও বিনিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, “আসাম আজ গ্লোবাল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।” আসামের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, বিশেষত চা, প্রাকৃতিক গ্যাস ও তেলের উৎপাদন, রাজ্যকে একটি প্রধান শিল্পকেন্দ্রে পরিণত করছে।
তাছাড়া, টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটি-র মতো নতুন প্রযুক্তিগত প্রকল্পের ফলে আসাম এখন সেমিকন্ডাক্টর ও উচ্চপ্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।
পরিবেশবান্ধব উন্নয়নের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, আসাম “গ্রিন এনার্জি ও নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে নেতৃত্ব দেবে” এবং এই অঞ্চলের শিল্প ও লগ্নিকারীদের “উন্নয়নের এই যাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানান।”
সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী বলেন, “২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকা অপরিসীম। Advantage Assam-এর মাধ্যমে আসাম এই উন্নয়নযাত্রার প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।”