নিউজ ডেস্ক || ত্রিপুরার রাজধানী আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাজ্যকে স্মার্ট রাজ্য হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে পুরনো অবৈজ্ঞানিক প্রয়োজনীয় ব্যবস্থা সহ নাগরিক পরিষেবাগুলিকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলার কাজ চলছে। আজ মহারাজা বীরবিক্রম (এমবিবি) কলেজ লেক পুনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এই উপলক্ষে তিনি ফলক উন্মোচন করেন এবং এমবিবি কলেজের সায়েন্স বিল্ডিং প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
৩১ একর জুড়ে ছড়িয়ে থাকা এই প্রকল্পে প্রায় ৭০ হাজার নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। লেকের জলের উপর নির্মিত হয়েছে পেন্টন ব্রিজ। এছাড়া কাফেটেরিয়া, ওপেন জিম, শিশুদের খেলার জায়গা, স্কাল্পচার, ফুডকোর্ট, ফাউন্টেন প্লাজা, যোগা কেন্দ্র সহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পে মোট ৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়ণ করছে। আগরতলার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা, লিংক রোড, লাইট হাউস প্রজেক্ট এবং আরেকটি উড়ালপুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, বিগত কয়েক দশক ধরে এমবিবি কলেজ লেকের আশপাশের এলাকায় অসামাজিক কার্যকলাপ হতো। বর্তমান সরকার এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে, যা এখন প্রাতঃভ্রমণ, শিশুদের খেলাধুলা এবং ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের কেন্দ্র হিসেবে কাজ করবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রীর পরামর্শে রাজ্য সরকার ত্রিপুরাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার কাজ করছে। তবে জনগণের সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।”
আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, শহরের জল নিকাশী ব্যবস্থার উন্নয়নে ১৭টি স্থানে নতুন পাম্প মেশিন স্থাপন করা হয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, “কলেজ লেকের সৌন্দর্যায়ণ ত্রিপুরাকে নতুনভাবে গড়ে তোলার একটি অংশ। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়নেও সরকার কাজ করে চলেছে।” নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডা. শৈলেশ যাদবও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পুরনিগমের ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা, রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, পুরনিগমের সিইও দিলীপ কুমার চাকমা, এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ দাস। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিরা কলেজ লেক এলাকা ঘুরে দেখেন।
এমবিবি কলেজ লেক পুনরুজ্জীবন প্রকল্প আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই প্রকল্প শুধু শহরের সৌন্দর্যই বাড়াবে না, বরং নাগরিকদের জন্য একটি আধুনিক ও পরিবেশবান্ধব স্থান হিসেবে কাজ করবে।