নিউজ ডেস্ক || বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সকালে বুকের ব্যথা অনুভব করায় তাঁকে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে চিকিৎসকদের একটি দল প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে। পরে অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয় এবং বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভক্ত ও অনুরাগীরা এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।