নিউজ ডেস্ক || শুক্রবার ত্রিপুরার মোহনপুর মহকুমাধীন পূর্ব নোয়াগাঁও এলাকায় মাইক্রো ওয়াটার শেড প্রকল্পের সুবিধাভোগী হরিচরণ দেব্বর্মার ১ হেক্টর জমিতে রাবার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। এই কর্মসূচিতে মন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ ও তিনগুণ বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এদিন মন্ত্রী রতন লাল নাথ পশ্চিমবঙ্গ সিপিআইএম-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “কমিউনিস্টরা কখনো রাষ্ট্রবাদী নয়, তারা দেশকে ভালোবাসে না। তারা পাকিস্তানপ্রেমী, চিনপ্রেমী।” তিনি জম্মু-কাশ্মীরের পহেলগ্রামে পাকিস্তান-আশ্রিত সন্ত্রাসবাদীদের হাতে ২৬ জন পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং তিন বাহিনীর বিরোধিতা করার জন্য সিপিআইএম-এর কার্যকলাপের তীব্র নিন্দা করেন। মন্ত্রী আরও অভিযোগ করেন, ১৯৬২ সালে চিনের আক্রমণের সময়ও সিপিআইএম দেশের বিরোধিতা করে দাবি করেছিল যে, ভারতই চিনের উপর আক্রমণ করেছে।
অনুষ্ঠানে এস.এল.এন-এর সিইও শরদিন্দু দাস, হেজামারা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক, সিধাই থানার পুলিশ আধিকারিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।