“কমিউনিস্টরা দেশপ্রেমী নয়, পাকিস্তান ও চিনপ্রেমী” – মন্ত্রী রতন লাল নাথ

নিউজ ডেস্ক || শুক্রবার ত্রিপুরার মোহনপুর মহকুমাধীন পূর্ব নোয়াগাঁও এলাকায় মাইক্রো ওয়াটার শেড প্রকল্পের সুবিধাভোগী হরিচরণ দেব্বর্মার ১ হেক্টর জমিতে রাবার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। এই কর্মসূচিতে মন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ ও তিনগুণ বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এদিন মন্ত্রী রতন লাল নাথ পশ্চিমবঙ্গ সিপিআইএম-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “কমিউনিস্টরা কখনো রাষ্ট্রবাদী নয়, তারা দেশকে ভালোবাসে না। তারা পাকিস্তানপ্রেমী, চিনপ্রেমী।” তিনি জম্মু-কাশ্মীরের পহেলগ্রামে পাকিস্তান-আশ্রিত সন্ত্রাসবাদীদের হাতে ২৬ জন পর্যটকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং তিন বাহিনীর বিরোধিতা করার জন্য সিপিআইএম-এর কার্যকলাপের তীব্র নিন্দা করেন। মন্ত্রী আরও অভিযোগ করেন, ১৯৬২ সালে চিনের আক্রমণের সময়ও সিপিআইএম দেশের বিরোধিতা করে দাবি করেছিল যে, ভারতই চিনের উপর আক্রমণ করেছে।
অনুষ্ঠানে এস.এল.এন-এর সিইও শরদিন্দু দাস, হেজামারা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক, সিধাই থানার পুলিশ আধিকারিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version