সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, মানলেন ইউনুস, শান্তি ফেরানোর আশ্বাস

By online news tripura 1 Min Read

শেখ হাসিনাকে গদিচ্যুত করে বাংলাদেশে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রাথমিক দায়িত্বই আইনশৃঙ্খলা রক্ষা করা। বাংলাদেশে ফিরেই একথা জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তাঁর নেতৃত্বেই শপথ নেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এদিন দুপুর ২টো ১০ মিনিট নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ড. ইউনুস। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। দেশে ফিরে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে ইউনুস দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রধান কাজ। হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য চলছে। সেই পরিস্থিতি নিয়ে ইউনুস বলছেন, “মানুষ-মানুষকে আক্রমণ করছে। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। সবাইকে রক্ষা করাই আমাদের কাজ। প্রতিটা মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ।” তাঁর আরও সংযোজন, “আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তবে দেশের কারও উপর হামলা হবে না। কোনও গোলযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।ছাত্র আন্দোলনকে সে দেশের দ্বিতীস স্বাধীনতা বলে উল্লেখ করেছেন ড. মহম্মদ ইউনুস। তবে এই স্বাধীনতা নিয়ে তাঁর সতর্কবাণী, “এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। স্বাধীনতার অর্থ হল, দেশ তোমাদের হাতে। তোমাদের মনের মতো করে গড়তে পারো। পালটে ফেলতে পার।” দেশে ফিরে দেশবাসীকে শান্তিরক্ষার ডাক দিলেন ইউনুস।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version