নিউজ ডেস্ক || কর্মসংস্থানের দাবি, নেশা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) এবং টিওয়াইএফ (TYF)। এই দাবিগুলোকে সামনে রেখে আজ আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়ojন করে সংগঠন দুটি। মিছিল শেষে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন বাম যুব সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, “কর্মসংস্থান, নেশা ও দুর্নীতির অবসানের দাবিতে রাজ্যের প্রতিটি জেলায় জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেশার জালে গোটা রাজ্য ধ্বংসের পথে। রাজ্যে আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই।” তিনি অভিযোগ করেন, মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে, কিন্তু সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
নবারুণ দেব আরও বলেন, “টিআরবিটি একটি মেরুদণ্ডহীন সংস্থা। সম্প্রতি টেট টু পরীক্ষায় ব্যাপক দুর্নীতি লক্ষ্য করা গেছে। এদিকে, অভাব-অনটনের জেরে মায়েরা তাঁদের শিশুদের বিক্রি করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এটাই কি সুশাসনের নমুনা?”
বাম যুব সংগঠনগুলো জানিয়েছে, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি আরও জোরদার করবে।