ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস পালিত
নিউজ ডেস্ক || বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস উপলক্ষে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে কমিটির আয়োজনে একটি র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয়। এই র্যালির মাধ্যমে বীর ক্ষুদিরামের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিকে পুনরুজ্জীবিত করা হয়।
র্যালির পর ক্ষুদিরাম বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্যরা। এরপর সেখানেই একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কমিটির একজন সদস্য বলেন, “আজকের এই দিনে পরাধীন ভারতের স্বাধীনতার লড়াইয়ে ক্ষুদিরাম বসু তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আত্মবলিদানের ১১৮ বছর পরেও তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের প্রেরণা জোগায়।” তিনি আরও বলেন, “স্বাধীনতার ৭৭ বছর অতিবাহিত হলেও ক্ষুদিরামের স্বপ্নের পূর্ণতা এখনও অধরা। তাই ছাত্র-যুবসমাজসহ সকলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।”
ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির এই আয়োজন শহরবাসীর মধ্যে বীর বিপ্লবীর প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতা সংগ্রামের চেতনাকে আরও জাগ্রত করেছে।