নিজস্ব প্রতিনিধি ৷৷ শনিবার বিকেল সাড়ে চারটায় বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম বাজার স্ট্যান্ডে জাতীয় সড়কে এক ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অটোচালক বাহারুল ইসলাম (৩৭)। প্রত্যক্ষদর্শীদের মতে, টিআর০৩সি৩৬৬১ নম্বরের একটি বাস চড়িলাম স্ট্যান্ডে যাত্রী তুলছিল। এ সময় একটি অটো গাড়ি দ্রুতগতিতে এসে বাসের পেছনে ধাক্কা মারে। সংঘর্ষে অটোর সামনের অংশ দুমড়ে যায়, এবং আসামের বাসিন্দা বাহারুল ইসলামের মাথা ফেটে রক্তপাত শুরু হয়।
বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিশালগড় দমকল বাহিনী ও পুলিশকে খবর দেন। দমকল বাহিনী তৎক্ষণাৎ পৌঁছে আহত চালককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চড়িলাম অটো স্ট্যান্ডের চালক ও ব্যবসায়ীরা জাতীয় সড়কের কাচের টুকরো পরিষ্কার করে রাস্তা চলাচলের উপযুক্ত করেন। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বিশালগড় থানার পুলিশ অটো গাড়িটি হেফাজতে নিয়েছে।