শিবাজির গৌরবগাথা নিয়ে রেলের অভিনব সফর
নিউজ ডেস্ক || মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে যাত্রীবোঝাই ‘ভারত গৌরব’ ট্রেন যাত্রা শুরু করবে। ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের ৩৫১তম বর্ষ উপলক্ষ্যে ভারতীয় রেল এই বিশেষ ট্রেন পরিচালনা করছে। ছয় দিন ও পাঁচ রাতের এই সফরে ট্রেনের সমস্ত ৭১০টি আসন ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে। এর মধ্যে ৪৮০টি ইকোনমি (স্লিপার), ১৯০টি কমফর্ট (৩এসি) এবং ৪০টি সুপিরিয়র (২এসি) কোচ রয়েছে।
এই ট্রেন যাত্রা শিবাজি মহারাজের সময়ের ঐতিহাসিক দুর্গ, স্থান ও তাঁর বীরত্বগাথার সঙ্গে জড়িত স্থানগুলির সফর নিয়ে পরিকল্পিত। ভারতীয় রেল ও মহারাষ্ট্র সরকারের যৌথ উদ্যোগে বর্তমান প্রজন্মকে ‘ছত্রপতি শিবাজি মহারাজ সার্কিট’-এর সঙ্গে পরিচয় করানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যাত্রীরা এই সফরে রায়গড় ফোর্ট, পানহালা ফোর্ট, লালমহল, কসবা গণপতি সহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। এছাড়াও, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ ও মহালক্ষ্মী মন্দির দর্শনের ব্যবস্থা রয়েছে। এই যাত্রা শিবাজির গৌরবময় ইতিহাস ও মহারাষ্ট্রের সমৃদ্ধ সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।