নিজস্ব প্রতিনিধি || মেলাঘর চর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার লেনদেনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। মেলাঘর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন সাহার অভিযোগ, তার দুই ভাতিজা সুকান্ত সাহা ও সুমন সাহা তার কাছ থেকে ধার নেওয়া ১৫ লক্ষ টাকা পরিশোধ না করে তার তিল ক্ষেত নষ্ট করে দিয়েছে।
জানা যায়, ঋণের বিনিময়ে সুকান্ত ও সুমন তাদের ১৫ গন্ডা জমি কাকা সাধন সাহার নামে লিখে দেন। এই জমিতে সাধন তিল চাষ শুরু করেন এবং দেড় মাস আগে তিলের ফসল রোপণ করেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে জমি ফেরত চাওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করেন দুই ভাতিজা। সাধন সাহা স্পষ্ট জানান, টাকা পরিশোধ করলে তিনি জমি ফেরত দেবেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গতকাল রাতের অন্ধকারে সুকান্ত ও সুমন পুরো তিল ক্ষেতের গাছ কেটে লণ্ডভণ্ড করে দেন। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাধন সাহা।
এ ঘটনায় ক্ষুব্ধ সাধন সাহা মেলাঘর থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।