নিজস্ব প্রতিনিধি || আগামী ২৩ আগস্ট তিপ্রা ল্যান্ড দিবস উপলক্ষে আইপিএফটি বিশ্রামগঞ্জ ডিভিশনের উদ্যোগে বুধবার বেলা ১২টায় এক বর্ণাঢ্য বাইক রেলির আয়োজন করা হয়। এই রেলি বিশ্রামগঞ্জ মাস্টার পাড়া আদিবাসী কলোনির মডেল জেবি স্কুল গ্রাউন্ড থেকে শুরু হয়ে বিশ্রামগঞ্জ বাজার, পদ্মনগর, পদ্মিনীনগর, ইন্দ্র কুমার, রামনগর, রংমালা, সুতার মুড়া, বাথানমুড়া, প্রমোদনগর, পরিমল চৌমুহনি, লাঠিয়া ছড়া, চিকন ছড়া, দয়ারামপাড়া এবং জগাই বাড়ি ভিলেজ হয়ে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়।
১৯ আমতলী-গোলাঘাটি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার প্রায় প্রতিটি জনপদ স্পর্শ করে এই বাইক রেলি। রেলির সামনে ও পিছনে প্রচার গাড়ির মাধ্যমে মাইক্রোফোনের সাহায্যে আগরতলার আস্তাবল ময়দানে আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য বিশাল জনসভার প্রচার করা হয়।
আইপিএফটি’র যুব সংগঠনের রাজ্য সম্পাদক বিকাশ দেববর্মা সংবাদমাধ্যমকে জানান, ১৯৮৪ সালের ২৩ আগস্ট ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে প্রতি বছর এই দিনটি তিপ্রা ল্যান্ড দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই রেলিতে উপস্থিত ছিলেন আইপিএফটি বিশ্রামগঞ্জ ডিভিশনের সম্পাদক উত্তম দেববর্মা, সহকারী সম্পাদক জিতেন দেববর্মা এবং সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি বাবুল দেববর্মা।
এই রেলি ও প্রচারের মাধ্যমে তিপ্রা ল্যান্ড দিবসের গুরুত্ব এবং আসন্ন জনসভার বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করা হয়েছে।