ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি: সোনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিট, ত্রিপুরায় বিজেপির বিক্ষোভ
নিউজ ডেস্ক || ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক চার্জশিট দাখিলের ঘটনায় ত্রিপুরায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে একটি পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য, পাপিয়া দত্তসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন শ্রী ভট্টাচার্য্য দাবি করেন, গত ১৫ এপ্রিল ইডি আদালতে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। চার বছরের তদন্তে হাজার হাজার কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। তিনি বলেন, “ন্যাশনাল হেরাল্ড, যা ১৯৩৮ সালে জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত করেছিলেন, তা আজ সোনিয়া ও রাহুলের কারণে কলঙ্কিত। এই কেলেঙ্কারির জন্য গোটা দেশ লজ্জিত।”
ভট্টাচার্য্য আরও জানান, ন্যাশনাল হেরাল্ডের মালিকানাধীন সংস্থা ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’-এর ৯০ কোটি টাকার ঋণ ছিল, যার বেশিরভাগ কংগ্রেসের কাছ থেকে নেওয়া। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। এরপর সোনিয়া ও রাহুলের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ এই সংস্থাটি অধিগ্রহণ করে। ফলে ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের দখলে চলে আসে। অভিযোগ, কংগ্রেস পরে ‘ঋণ উদ্ধার অসম্ভব’ বলে ৯০ কোটি টাকার ঋণ মকুব করে দেয়।
পথসভায় ভট্টাচার্য্য কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে বলেন, “এত বড় আর্থিক কেলেঙ্কারির পরেও তাঁদের লজ্জা নেই। দেশবাসী তাঁদের বর্জন করেছে। নিরুপায় হয়ে কংগ্রেস সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়েছে। ত্রিপুরাবাসী বাম-কংগ্রেসের অত্যাচার ভোলেনি।”
বিজেপি জানিয়েছে, এই কেলেঙ্কারির প্রতিবাদে গোটা দেশে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ত্রিপুরায় এদিনের মিছিলে দলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।