স্বদেশ দর্শন ২.০-এর আওতায় ৪৮.৯৪ কোটি টাকার মেগা প্রকল্পের ভূমিপূজন করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা
নিউজ ডেস্ক || ত্রিপুরার পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে বর্তমান রাজ্য সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলস্বরূপ জিরানিয়ার শচীন্দ্রনগরে গড়ে উঠতে চলেছে ত্রিপুরা ঐতিহ্যবাহী গ্রাম ও সঙ্গীত অভিজ্ঞতা প্রকল্প এবং একটি মেগা বিনোদন পার্ক। সোমবার এই দুটি প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের আওতায় এই উদ্যোগের জন্য অনুমোদিত হয়েছে ৪৮ কোটি ৯৪ লক্ষ টাকা। কলকাতার বিখ্যাত নিক্কো পার্কের আদলে গড়ে তোলা হবে এই আধুনিক বিনোদন পার্ক, যেখানে থাকবে ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং ওয়াটার পার্কের সুবিধা। প্রকল্পের কাজ শেষ হওয়ার সময়সীমা নির্ধারিত হয়েছে প্রায় ১৮ মাস।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “কৃষি ও পরিষেবা ক্ষেত্রের পাশাপাশি এবার রাজ্যের অর্থনীতি মজবুত করতে পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যটক পুলিশ গঠনের পরিকল্পনা রয়েছে।” তিনি আরও জানান, এই ঐতিহ্যবাহী গ্রাম প্রকল্পটি জনজাতি সম্প্রদায়ের কৃষ্টি-সংস্কৃতিকে জীবন্ত জাদুঘরের মতো ফুটিয়ে তুলবে।
সংশ্লিষ্ট মহলের মতে, এই প্রকল্প ত্রিপুরার পর্যটন অবকাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই উদ্যোগ তাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


