নিউজ ডেস্ক || বড়মুড়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আয়োজিত মেগা যোগদান সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেছেন, জনজাতি সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন শুধুমাত্র বিজেপি সরকারের মাধ্যমে সম্ভব। এই সভায় ১৮১টি পরিবারের ৪৯৫ জন ভোটার বিজেপিতে যোগ দিয়েছেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের সমালোচনা করে বলেন, প্রতারণা ও চালাকির মাধ্যমে রাজনীতি চালানো যায় না। তিনি উল্লেখ করেন যে সভা বানচাল করার জন্য জলের দাবিতে কিছু মহিলাকে রাস্তায় নামানো হয়েছে। “অনেক সময় অতি চালাকে গলায় দড়ি পড়ে,” বলে তিনি সতর্ক করে দেন। জনজাতি উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, “জনজাতিদের উন্নয়নে যা যা করার দরকার সেটা করবে বিজেপি নেতৃত্বাধীন সরকার।” স্ক্রিপ্ট (হরফ) নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই বলে মত প্রকাশ করে তিনি পরামর্শ দেন, “নিজেরাই স্ক্রিপ্ট তৈরি করুন। চাকমা জনজাতি পারলে আপনারা কেন পারবেন না?”
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে বলেন, রাজ্যে জাতীয় মহাসড়ক, ইন্টারনেট, রেলওয়ে ও বিমানপথের উন্নতি হয়েছে হিরা মডেলের মাধ্যমে। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলে জিএসডিপি ও মাথাপিছু আয়ের দিক থেকে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। পূর্বতন সিপিএম শাসনামলে সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা করে তিনি বলেন, “সিপিএমের সময়ে এটিটিএফ এবং এনএলএফটি জন্মগ্রহণ করেছিল।” এখন মোদির কারণে শান্তি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই যোগদান সভা ত্রিপুরায় বিজেপির জনজাতি সমর্থন বৃদ্ধির ইঙ্গিত দেয়, যা আসন্ন নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আগামীতে বিজেপি এডিসিতে সরকার গঠন করবে এবং ২০২৮ সালে রাজ্য সরকার ধরে রাখবে। এটি রাজ্যের উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি হিসেবে দেখা যাচ্ছে।


